facebook pixel
chevron_right Top
transparent
বরখাস্তের প্রতিশোধ! টাটা স্টিলের সিনিয়র ম্যানেজারকে খুন করল প্রাক্তন এগজিকিউটিভ ম্যানেজার
টাটা স্টিলের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন করল সংস্থারই বরখাস্ত হওয়া এগজিকিউটিভ ম্যানেজার। শুক্রবার দুপুরে ফরিদাবাদের ঘটনা।নিহতের নাম অরিন্দম পাল। টাটা স্টিলের ফরিদাবাদ ইউনিটের সিনিয়র ম্যানেজার অরিন্দম। ওই দিন অফিসে নিজের ঘরে বসে বিশ্রাম করছিলেন তিনি। হঠাত্ই ঘরে ঢোকেন সংস্থারই বরখাস্ত হওয়া এগজিকিউটিভ ম্যানেজার বিশ্বাস পান্ডে। তার পরই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর পাঁচটা গুলি করেন অরিন্দমকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অফিসে তখন অনেক কর্মী ছিলেন। ম্যানেজারের ঘর থেকে গুলির আওয়াজ শুনে ছুটে আসেনতাঁরা। দরজা খুলে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ম্যানেজার।
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App