facebook pixel
chevron_right Top
transparent
'২০৪৭ সালে ফের দেশ ভাগ হবে, বদলে যেতে পারে ভারতের নামও' কেন্দ্রীয় মন্ত্রীর দাবিতে নতুন বিতর্ক
ভারতীয় জনতা পার্টির নেতা তথা সাংসদ গিরিরাজ সিং সর্বদা বিতর্কের মধ্যে ওঠাবসা করেন। ফের এক নতুন মন্তব্যে বিতর্ক বাঁধালেন তিনি। দাবি করলেন ২০৪৭ সালে ফের দেশ ভাগ হতে পারে। সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। গিরিরাজ বলেছেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। ৭২ বছরে জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে পৌঁছে গিয়েছে। ফলে ফের একবার দেশভাগের প্রয়োজন তৈরি হওয়ার আশঙ্কার কথা তিনি সামনে এনেছেন। কোনও সম্প্রদায়ের নাম না করে তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদী শক্তির সংখ্যা সমষ্টিগতভাবে বেড়ে গিয়েছে।
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App